নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় ও বিজয় দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 4, 2025 - 14:56
 0  5
নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় ও বিজয় দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার পরে সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন ইউএনও জালাল উদ্দিন।

সভায় চরভদ্রাসনের সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও সরকারি সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে নদী ভাঙন, পদ্মা নদীতে অবৈধ ড্রেজিং ও মৎস্য আহরণ, ময়লা ফেলার উপযুক্ত স্থান না থাকা এবং বাজার মনিটরিংয়ের অভাব উল্লেখ করেন।

এ সময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় ইউএনও জালাল উদ্দিন সকল বক্তব্য মনোযোগ সহকারে শুনে সমস্যাগুলোর সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow