শ্রীনগরে নালিশী সম্পত্তিতে স্থাপিত সাইনবোর্ড অপসারণের অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী: মুন্সীগঞ্জের শ্রীনগরে নালিশী সম্পত্তিতে স্থাপিত সাইনবোর্ড অপসারণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘড়া মৌজায় অবস্থিত সম্পত্তিতে স্থাপিত সাইনবোর্ডটি অপসারণ করা হয়। এ ঘটনায় জমির মালিক হারুন অর রশিদ খান থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাঘড়া মৌজার এসএ ১৬২৩, ১৬১৭ ও ১৬১৬ দাগের মোট ১ একর ২৩ শতক জমি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ ও রুল অনুযায়ী হারুন অর রশিদ খানের মালিকানাধীন। ভুক্তভোগী তার মালিকানার প্রমাণ হিসেবে জমিতে তফসিল ও নামসহ একটি সাইনবোর্ড স্থাপন করেছিলেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় বাঘড়া এলাকার ইদ্রিস, মিরহাস, সাগর, তুহিন ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ১০–২০ জন উপস্থিত হয়ে সাইনবোর্ডটি অপসারণ করেন এবং ভুক্তভোগীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকির মুখে ফেলেন।
ঘটনার বিষয়ে মিরহাস বলেন, “১৬১৬ দাগের ৯৬ শতক জমি আমরা হিন্দুদের কাছ থেকে ক্রয় করেছি এবং সেই অনুযায়ী মালিকানা ভোগদখলে আছি। হারুন খান যে সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন করেছেন, সেখানে তার কোনো সম্পত্তি নেই। আমরা কোনো সাইনবোর্ড অপসারণ করি নি।”
শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, “হারুন অর রশিদ খানের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ