শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্রকে কুপিয়ে জখম
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দা দিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের শাহাদাৎ শিকদার ও তার ছেলে মেহেদী হাসান চঞ্চল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজ্জাক হাসপাতালে নিলে, অবস্থার অবনতি দেখা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন।
এ ঘটনায় শাহাদাত শিকদারের মেয়ে প্রিয়ামনি বাদী হয়ে মারুফ শিকদারকে প্রধান বিবাদী করে পাঁচ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হান্নান শিকদারের সঙ্গে শাহাদাত শিকদারের বিরোধ চলছিল। এ জের ধরে রোববার সকালে মারুফ শিকদার, হান্নান শিকদার, মৌসুমী, মারিয়া ও নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা ৮–১০ জন ধারালো দা, কুড়াল, রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে শাহাদাতের বসতবাড়ীতে প্রবেশ করে। তারা শাহাদাত ও তার ছেলে মেহেদী হাসান চঞ্চলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে।
এসময় শাহাদাতের স্ত্রী এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মারার হুমকি দিয়ে চলে যায়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আঃ কাদির জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর জরুরি অফিসার এসআই শরিফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তদন্তের জন্য।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ