ইছামতি শাখা খাল খননে অগ্রগতি, ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন

সিরাজদিখানে ইছামতি শাখা খালের পলি অপসারণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বর্তমানে প্রকল্পটির প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোষরপাড়া-কয়রাখোলা উপ-প্রকল্পের আওতায় ইছামতি শাখা খালের পলি অপসারণ কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিদ্দিকি। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সেচ অবকাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে খালটি পুনঃখননের কাজ চলছে। এলসিএস পদ্ধতিতে বাস্তবায়নাধীন এই প্রকল্পের চেইনেজ ৩২৫০-৩৪৫০ মিটার পর্যন্ত অংশে কাজ করা হচ্ছে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৯৩ লাখ টাকা, যার মধ্যে প্রায় ৯ লাখ টাকার কার্যাদেশ ইস্যু করা হয়েছে। কাজের তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় উপজেলা প্রকৌশলী।
প্রকল্পটির কাজ অনুমোদিত নকশা ও নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। খালটির পলি অপসারণের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক হবে, যা কৃষিজ জল সরবরাহ ও পরিবহনে সহায়ক ভূমিকা রাখবে। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, খালটির পুনঃখনন কাজ শেষ হলে স্থানীয় কৃষকরা চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি সহজে পাবে এবং উৎপাদিত ফসল নৌপথে পরিবহনেও সুবিধা হবে।
দোষরপাড়া, রামান্দন, নতুন ভাষানচর, পুরান ভাষানচর, নতুনচর ও কয়রাখোলা সহ মোট সাতটি গ্রামের কৃষকদের নিয়ে গঠিত এই পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য সংখ্যা ৫২৭ জন। এই উদ্যোগ কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?






