আশুলিয়ায় র্যাবের জালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাশরিকুল ইসলাম ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় মামলা রয়েছে। গত বছরের আগস্টে সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, রবিবার (০৩ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক মাশরিকুল ইসলাম ইমনকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমন ধনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর ইমনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, "র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।"
What's Your Reaction?






