হত্যা মামলার আসামীসহ নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
ঢাকার আশুলিয়া এবং মানিকগঞ্জে র্যাব-৪ এর পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ রয়েছে। ০৩ আগস্ট, রবিবার সন্ধ্যায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
র্যাব-৪ এর সাভার সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেপ্তার করা হয়। ইমন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তরের উপ-আইন বিষয়ক সম্পাদক এবং গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার সমন্বয়, আশুলিয়ার বাইপাইলে আলোচিত সুমন হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ পৃথক দুটি অভিযানে মানিকগঞ্জের ঘিওর থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, নিষিদ্ধ যুবলীগের বালিয়াখোড়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি সমীর মৌলিক (৩৫) এবং পয়লা ইউনিয়ন শাখার সভাপতি মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, নাশকতা ও বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






