১৫ বছর পর নওগাঁ বিএনপিতে ভোটের হাওয়া

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 4, 2025 - 15:43
 0  3
১৫ বছর পর নওগাঁ বিএনপিতে ভোটের হাওয়া

দীর্ঘ প্রায় ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল। এই কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রবিবার (৩ আগস্ট) রাতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক—এই তিনটি গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন। আগামী ১১ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. রেজাউল করিম বাদশা এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা ৪ আগস্ট প্রকাশ করা হবে। একই দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে তা জমা দিতে হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম যাচাই-বাছাই এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে একই দিন সন্ধ্যা ৬টায়। সবশেষে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

জেলা বিএনপির আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশন ঘোষিত তফসিল অনুযায়ীই সবকিছু হবে। তফসিলে আরও উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে। কাউন্সিলকে সফল করতে এরই মধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। এবারের কাউন্সিলে মোট ১৪১৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া, বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০০০ ডেলিগেট এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার ১০০ জন অতিথি আমন্ত্রিত থাকবেন।

উল্লেখ্য, নওগাঁ জেলা বিএনপিতে সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। শহরের নওযোয়ান মাঠে অনুষ্ঠিত সেই কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক হয়েছিলেন জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন মামুনুর রহমান রিপন। এরপর ২০২২ সালে আবু বক্কর সিদ্দিক নান্নুকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।

দীর্ঘ সময় পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আয়োজকরা আশা করছেন, কাউন্সিলকে ঘিরে নওগাঁয় লাখো নেতাকর্মীর সমাগম ঘটবে, যা দলের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow