নবাবগঞ্জে যৌথ চেকপোস্টে ধরা খেল ১৩২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Jul 28, 2025 - 23:17
 0  26
নবাবগঞ্জে যৌথ চেকপোস্টে ধরা খেল ১৩২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি

ঢাকার নবাবগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রথম ঘটনায়, উপজেলার চুড়াইন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যৌথ চেকপোস্ট পরিচালনার সময় মো. কাউসার খান (২৫) নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি নবাবগঞ্জ উপজেলার মদনখালী গ্রামের ইমামুল হোসেন খানের ছেলে।

দ্বিতীয় ঘটনায়, উপজেলার গালিমপুর এলাকায় একইভাবে যৌথ চেকপোস্টে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় ইয়ামুল ইসলাম ইমন (২৫) নামের এক যুবককে। তিনি শংকরখালী গ্রামের মাহি উদ্দিনের ছেলে।

তৃতীয় ঘটনায়, নবাবগঞ্জের বান্দুরা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় শফিকুল ইসলাম ওরফে কালুকে। তিনি নতুন বান্দুরা গ্রামের মোহন বেপারীর ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, পৃথক তিন অভিযানে মোট ১৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow