সাভারের আশুলিয়ায় বিএনপির বিজয় র্যালি

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সাভারের আশুলিয়ায় বিজয় র্যালি করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিশাল র্যালি বের হয়।
র্যালিতে অংশ নেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকার, জেলা ছাত্রদল নেতা তমিজ উদ্দিন তানভীর, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান খান মোহন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মণ্ডল, কৃষক দল নেতা আবুল হুসাইন মুন্সি, যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, থানা বিএনপির নাজির উদ্দিন, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের আপেল মাহামুদ (হান্নান) ভূঁইয়া, শাকিল আহমেদ, থানা ছাত্রদলের আলহাজ্ব মাদবর, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির হাজী এম এ কালাম মাদবর ও শ্রমিক দল নেতা রবিউল ইসলাম।
এছাড়া ছাত্রদল নেতা রাশেদ ভূঁইয়া, নূরুল ইসলাম পলান, রহমান হোসাইন রকি, জিয়া মঞ্চ নেতা রিপন শিকদার, যুবদল নেতা হুমায়ুন কবির, ইউনিয়ন ছাত্রদল নেতা মিরাজ সরকারসহ আরও অনেকে অংশ নেন।
বিজয় র্যালিটি গণস্বাস্থ্য হাসপাতাল, বাইশমাইল ও নিরিবিলি এলাকা প্রদক্ষিণ করে নবীনগর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
What's Your Reaction?






