ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে প্রশংসিত নাজমুল হাসান অভি

মানুষের দুর্ভোগ লাঘবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। ধামরাই পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকায় তিনি নিজ উদ্যোগে ইট, খোয়া ও বালু সংগ্রহ করে দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তায় সংস্কার কাজ পরিচালনা করেন।
স্থানীয়দের ভাষ্য, রাস্তাটি বহুদিন ধরে খানাখন্দে ভরা থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। এ অবস্থায় নাজমুল হাসান অভির এমন মানবিক উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।
সংস্কার কাজে স্থানীয় যুবকদেরও সম্পৃক্ত করেন অভি। নিজেই কাজের তত্ত্বাবধানে থেকে গর্ত ভরাটসহ চলাচল উপযোগী করে তোলেন রাস্তার অংশটি।
এ প্রসঙ্গে নাজমুল হাসান অভি বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। তাদের দুর্ভোগ দেখে আমি আর চুপ থাকতে পারিনি। যতটুকু পেরেছি করেছি, এটাকে আমি আমার সামাজিক দায়িত্ব মনে করেছি।”
এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও সমাজকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগায়। অনেকে নাজমুল হাসান অভির এই কাজকে স্যালুট জানিয়ে বলছেন— “রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই বার্তাই দিয়েছেন তিনি।”
What's Your Reaction?






