ফরিদপুরের সালথায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Jul 23, 2025 - 23:56
 0  6
ফরিদপুরের সালথায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ফরিদপুরের সালথা উপজেলায় চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় মালামালসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—তুহিন মিয়া (২৫) ও মো. জামাল শেখ (৩৮)। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদ্যালয়ের চুরি হওয়া লোহার বেঞ্চ, জানালার গ্রিল ও ফ্যানসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৩০ জুন রাতে চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালথা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের পর পুলিশ চিহ্নিত করে দুই চোরকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা চুরির বিষয়টি স্বীকার করেছে। চুরি যাওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow