রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Jul 24, 2025 - 00:02
 0  2
রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত যুদ্ধে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মঙ্গলবার বিকেলে রাজশাহীর সপুরা গোরস্তানে দাফন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে চারটায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তৌকিরের জানাজার আয়োজন করা হয়, যেখানে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেনসহ বিভিন্ন মহলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তৌকিরের বাবা তহুরুল ইসলাম ডুকরে কেঁদে বলেন, “আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি।” তিনি সকলের কাছে তাঁর ছেলের জন্য দোয়া কামনা করেন।

জানা গেছে, তৌকিরের পরিবার রাজশাহী শহরে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। তৌকির রাজশাহীর ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন এবং পরবর্তীতে পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ২০১৬ সালে বিমানবাহিনীতে যোগ দেন।

এক বছর আগে তৌকির বিয়ে করেন; তার স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। প্রশিক্ষণের শেষ পর্যায়ে গত সোমবার তৌকির একা (সলো) যুদ্ধবিমান চালানোর সময় বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।

বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow