অতীতের মতো বস্তাপচা নির্বাচন মেনে নেব না - ডা. শফিকুর রহমান

সিলেটের বিয়ানীবাজারে বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত জনশক্তি ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমীরে ডা. শফিকুর রহমান নির্বাচনকে কেন্দ্র করে শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমরা অতীতের মতো বস্তাপচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনে নেবও না। নির্বাচন হতে হবে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ডে; কালো টাকার প্রভাব ও মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে।”
বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। কালো টাকা ও মাস্তানতন্ত্রের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষমাশীলতা থাকবে না।
তিনি বলেন, “গত ১৫ বছরে দেশের বাইরে পাচার হয়েছে প্রায় ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা, যা দেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ। যদি এই অর্থ দেশের মধ্যে থাকত, তবে দেশ অনেক দূর এগিয়ে যেত।” তিনি দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথাও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দুর্নীতি শুধুমাত্র ঘুষ-চাঁদা নয়, এর বাইরে রয়েছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি, যা আরও ভয়াবহ। ক্ষমতায় থাকা অনেকেই নিজেদের ধরা-ছোঁয়ার বাইরে মনে করে আর সংকট দেখা দিলেই দেশ ছেড়ে পালায়।”
তিনি বলেন, “আমাদের কারও বিদেশে কোনো ‘বেগমপাড়া’ নেই। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের সম্পদের হিসাব নেই। ৫ আগস্টের পর নিবন্ধন বাতিল, প্রতীক কেড়ে নেওয়া, খুন-গুম, নিষিদ্ধ ঘোষণা ইত্যাদি ঘটলেও আমরা জাতিকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
ডা. শফিকুর রহমান বলেন, “ওবায়দুল কাদের একসময় বলেছিলেন, ক্ষমতা হারালে পাঁচ লাখ মানুষ হত্যা করা হবে। কিন্তু আমরা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সারাদেশে পাহারা দিয়েছি। আমরা কোনো প্রতিশোধের পক্ষে নই।”
তিনি আরও জানান, জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের পাশে আছেন জামায়াত এবং তাদের নিয়মিত সহায়তা প্রদান করার চেষ্টা করছেন। নারায়ণগঞ্জের শহীদ সুমাইয়ার মেয়ে সুবাইতার দায়িত্বও তারা নিয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই শক্তিশালী গণতন্ত্র, যেখানে থাকবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রি-ম্যাচিউর্ড ডেলিভারি নয়। স্থানীয় সরকার নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাও আমাদের দাবির মধ্যে অন্যতম।”
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা গড়তে চাই মানবিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়বিচার, অন্যায় থাকবে না।”
সমাবেশে জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন, যাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সংসদ সদস্য পদপ্রার্থীরা ও অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আমীর মোহাম্মদ জমির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






