আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jan 14, 2026 - 16:03
 0  8
আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (১৩ জানুয়ারি, ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার উপজেলা যুবলীগের ওই দুই নেতাকর্মীকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ জেলার রাজারচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জনি (৩২) এবং ঢাকা মহানগরীর চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. অপু (২৮)। এদের মধ্যে জনি বর্তমানে আশুলিয়ার জামতলা বেলমা এবং অপু আশুলিয়ার আউকপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতরা আওয়ামী সরকারের দোসর হিসেবে পরিচিত এবং সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। এদের মধ্যে ১নং আসামি আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে ৪টি এবং ২নং আসামি মো. অপুর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে আশুলিয়া থানায় পেনাল কোডের ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ ধারায় দায়েরকৃত একটি হত্যা মামলা (মামলা নং-৫০) রয়েছে। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow