আশুলিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)। সোমবার (৭ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন দিয়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব। তার সঙ্গে আরও অফিসার ও ফোর্স সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চলছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বাদশা মিয়া (৪০), পিতা হাজী নুরুল ইসলাম, মাতা মৃত ময়ফল, সাং তাজপুর দক্ষিণপাড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা। মোঃ আরমান আলী খান (৪৫), পিতা মৃত ফরমান আলী খান, মাতা হালিমা বেগম, সাং জগোতলা, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ; বর্তমানে আশুলিয়ার দিয়াখালী বুলুর বাড়িতে ভাড়া থাকতেন। মোঃ হামিদুল ইসলাম (৪২), পিতা মৃত আক্কেল আলী, মাতা নুর জাহান, সাং মিরের বাড়ি, থানা রাজারহাট, জেলা কুড়িগ্রাম; বর্তমানে তিনি তাজপুর দক্ষিণপাড়া সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
তাদের কাছ থেকে মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
What's Your Reaction?






