এনসিপির কমিটিতে আওয়ামী ঘেঁষা নেতাদের পুনর্বাসনের অভিযোগ

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 7, 2025 - 23:48
 0  2
এনসিপির কমিটিতে আওয়ামী ঘেঁষা নেতাদের পুনর্বাসনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার নবগঠিত সার্চ কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ ঘরানার নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা ও তাদের পরিবার।

সোমবার (৭ জুলাই) দুপুরে নাসিরনগর কলেজ মোড়ের শহীদ ইমরান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এনসিপির নবগঠিত কমিটি বাতিল এবং “জুলাই সনদ” ঘোষণার দাবি জানান।

মানববন্ধনে আহত জুলাই যোদ্ধা তাহজিন ভূঁইয়া বলেন, “গত বছরের ৫ জুলাই ঢাকার চকবাজারে ছাত্র আন্দোলনে যোগ দিয়ে আমি গুলিবিদ্ধ হই। আমাদের উদ্দেশ্য ছিল একটি ফ্যাসিবাদমুক্ত দেশ গড়া। কিন্তু এখন দেখি, সেই রক্তের বিনিময়ে অন্যরা সুযোগ নিচ্ছে। এনসিপির নতুন কমিটিতে ছাত্রলীগ ও আওয়ামী ঘরানার নেতারা জায়গা পেয়েছে—এটা মেনে নেওয়া যায় না।”

রাজধানীর উত্তর বাড্ডায় আন্দোলনে শর্টগানের গুলিতে আহত লুৎফুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই হাত দিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারি না। অথচ আমাদের সনদ বা স্বীকৃতি তো দূরের কথা, যারা আমাদের দমন করেছিল তাদেরই পুনর্বাসন করা হচ্ছে। এটা রক্তের সঙ্গে প্রতারণা।”

আন্দোলনে আহত ইকরাম হোসেনের মা নাসিমা খাতুন বলেন, “ছেলেকে বিদেশে পাঠিয়ে মানুষ করার স্বপ্ন ছিল। কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে এখন বেকার। চিকিৎসা বা সহানুভূতি কিছুই পাইনি। আমি বিচার চাই—আমার ছেলে কেন গুলিবিদ্ধ হলো, তার জবাব চাই।”

এ বিষয়ে এনসিপির সার্চ কমিটির যুগ্ম সমন্বয়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এনসিপি প্রার্থী কাজী মমিনুল হাসান বলেন, “জুলাই যোদ্ধারা আজ ক্ষুব্ধ—কারণ যারা তাদের ওপর গুলি চালিয়েছিল, তাদেরই পুনর্বাসন হচ্ছে। সরকার এক মাস সময় নিয়ে জুলাই সনদের ঘোষণা দেয়নি। এতে প্রমাণ হয়, তারা গণ-আকাঙ্ক্ষার সরকার নয়। জনগণ যদি চায়, এই সরকারও আর থাকবে না।”

মানববন্ধনে স্থানীয় পেশাজীবী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow