হার না মানা স্বপ্নযোদ্ধা: কুবি শিক্ষার্থী আব্বাস উদ্দীনের গল্প

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Aug 3, 2025 - 11:00
 0  2
হার না মানা স্বপ্নযোদ্ধা: কুবি শিক্ষার্থী আব্বাস উদ্দীনের গল্প

স্বপ্ন কখনো থেমে থাকে না, যত প্রতিকূলতাই আসুক না কেন। এমনই এক অদম্য স্বপ্নযোদ্ধার নাম আব্বাস উদ্দীন—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। যিনি ঝালমুড়ি বিক্রি দিয়ে শুরু করে এখন হয়ে উঠেছেন একটি মিনি রেস্টুরেন্টের মালিক।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই ফুটপাতে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে তার রেস্টুরেন্ট। বাহ্যিক দিক থেকে জায়গাটি সাধারণ হলেও তার ভিতরে লুকিয়ে আছে স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প।

২০২২ সালের ২৫ আগস্ট, প্রবল ইচ্ছাশক্তি আর সাহস নিয়ে শুরু হয় ‘ঝালমুড়ি বিজনেস’। পকেটের পুঁজি ছিল সামান্য, কিন্তু মনের সাহস ছিল বিপুল। সকাল থেকে রাত, ক্লাস আর বিক্রির মাঝে কাটে দিন। ছিলো লক্ষ্য—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত খাবার পৌঁছে দেওয়া।  স্বপ্নটা ছিল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে এসে একটি রেস্টুরেন্ট চালু করার, যার প্রজেক্ট নাম ঠিক করা হয় “As Under150”। যাত্রাটা ছিল উৎসাহে ভরপুর—ইনভেস্টমেন্টের জন্য আব্বাস ছুটে যান একের পর এক বিনিয়োগকারীর কাছে, সাড়া পানও কিছুটা।

কিন্তু জীবনের হিসাব-নিকাশ সবসময় পরিকল্পনা মেনে চলে না। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আব্বাসের মা। তার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ব্যবসার মূলধনের বড় একটা অংশ চলে যায়। যেসব বিনিয়োগকারী শুরুতে আগ্রহ দেখিয়েছিলেন, তারাও একে একে পিছিয়ে যেতে থাকেন। কেউ বলেন—“ফ্যামিলি ক্রাইসিস থাকবে তাই বলে এভাবে বিজনেস ছেড়ে দেওয়া মানে ক্ষতির লক্ষণ।” কেউ বলেন—“তোমার পুঁজি আরও বাড়াতে হবে।”

সব কিছুই যেন এক মুহূর্তে বদলে গেল। সাত মাসেরও বেশি সময় ব্যবসা থেকে দূরে থাকতে হয় আব্বাসকে। হতাশা আর দুশ্চিন্তায় কেটেছে সেই দিনগুলো।  কিন্তু যিনি সত্যিকারের স্বপ্নবাজ, তিনি তো হাল ছাড়েন না। আব্বাসও ছাড়েননি। নিজের শক্তি আর ইচ্ছার ওপর ভর করে আবার নতুন করে শুরু করেন। 

 কিছুটা ভিন্ন আঙ্গিকে। আগের ঝালমুড়ি এখন রূপ নিয়েছে একটি মিনি রেস্টুরেন্টে। নিজের হাতেই গড়ে তুলেছেন স্বপ্নের সেই দোকান, যেখানে একদিকে আছে পরিশ্রম, অন্যদিকে আছে প্রত্যাশা।সময় বদলেছে, কিন্তু আব্বাসের অবস্থান সেই পুরনো স্থানেই—কুবির প্রধান ফটকের সামনে। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে তার দোকান। সেখানে ভিড় করেন শিক্ষার্থীরা, যারা শুধু খাবার খেতেই নয়, আসেন অনুপ্রেরণাও নিতে।

আব্বাস উদ্দীন বলেন, “আমার স্বপ্ন এখনো বেঁচে আছে। ইনশাআল্লাহ, সবার দোয়া থাকলে খুব শিগগিরই আমরা আবার আসবো পুরোপুরি ‘As Under150’ প্রজেক্ট নিয়ে।”

আব্বাসের মতো তরুণদের গল্প আমাদের মনে করিয়ে দেয়—সফলতা শুধুমাত্র গন্তব্য নয়, এটি একটি সংগ্রামের নাম। হয়তো ঠিক এমনভাবেই রচিত হয় হার না মানা স্বপ্নযোদ্ধাদের গল্প।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow