চুয়াডাঙ্গায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
Aug 3, 2025 - 10:42
 0  0
চুয়াডাঙ্গায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর স্মৃতিকে ধারণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে অভিভাবকদের সম্মানে গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

এ সময় প্রদর্শিত হয় Mothers of July, জুলাই অনির্বাণসহ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত একাধিক প্রামাণ্যচিত্র। এসব প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় সেই সময়ের সাহসী ভূমিকা রাখা পরিবারগুলোর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস।

বক্তারা বলেন, “জুলাইয়ের মায়েরা” শুধু একটি অনুষ্ঠান নয়—এটি ইতিহাসের এক অধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তির চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow