কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু শনিবার মধ্যরাতে

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 2, 2025 - 22:06
 0  1
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু শনিবার মধ্যরাতে

তিন মাস দুই দিন নিষেধাজ্ঞা শেষে আবারও জেলেদের কোলাহলে মুখর হতে যাচ্ছে কাপ্তাই হ্রদ। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে শুরু হবে মৎস্য আহরণ। দীর্ঘ কর্মহীনতার অবসান ঘটাতে প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন হ্রদের জেলে ও ব্যবসায়ীরা।

শুক্রবার দুপুরে কাপ্তাই ব্যবসার প্রাণকেন্দ্র আপস্টিম জেটি ঘাটে গিয়ে দেখা গেছে, নৌকা ও জাল মেরামতে ব্যস্ত জেলেরা। মাছ ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। একই চিত্র জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাটেও। এখানে ড্রাম, বরফ ভাঙার মেশিনসহ মাছ পরিবহন ও সংরক্ষণের সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত পোনার সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রতিবছর ৩ মাসেরও বেশি সময় মাছ ধরা বন্ধ রাখা হয়। এ সময়ে প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞাকালে উপকেন্দ্রগুলোর সংস্কার ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, গত বছরের মতো এবারও ভালো মাছের জোগান মিলবে।

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদ থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৬ হাজার জেলে পরিবার।

মাছ ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন বলেন, “নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তা থাকলেও সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এখন মাছ ধরতে নামতে পারব, এতে আমরা খুব খুশি।”

জেলে সুশীল বিকাশ চাকমা জানান, “সব প্রস্তুতি শেষ। জাল ও নৌকা মেরামত করা হয়েছে। এখন শুধু হ্রদে নামার অপেক্ষা।”

দীর্ঘ ৯২ দিনের অপেক্ষা শেষে শনিবার মধ্যরাত থেকেই কাপ্তাই হ্রদের জলে শুরু হবে জেলেদের নতুন দিনের সংগ্রাম ও সম্ভাবনার গল্প।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow