গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Jul 16, 2025 - 21:20
 0  8
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা নাহিদ ইসলামের নির্দেশে অবরোধ তুলে নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন— “গোপালগঞ্জে হামলা কেন?”, “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে!”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে!”, “প্রশাসন জবাব চাই!”, “গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি?”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর!”, “ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি!”, “ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ!”, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?”—এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow