ঝালকাঠির রাজাপুরে মুখোমুখি হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দুই বাস

ঝালকাঠির রাজাপুর উপজেলার মিলবাড়ি এলাকায় আজ ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাস—ওয়েলকাম পরিবহন ও যমুনা লাইন—মুখোমুখি হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) ভোর আনুমানিক ৬টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা বৃষ্টির কারণে সড়কে পিচ্ছিল অবস্থা ছিল। এর মধ্যেই দুটি বাস মিলবাড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয় এবং চালকরা বাসের নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুটি বাসই রাস্তার দুই পাশে খাদে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও, ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানিয়েছেন অন্তত ১৫-২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মহাসড়কে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।
এ ঘটনায় বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






