রাজাকার ব্যবসা চলবে না, জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় - মাসুদ সাঈদীর

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 5, 2025 - 17:56
 0  2
রাজাকার ব্যবসা চলবে না, জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় - মাসুদ সাঈদীর

"যারা খুনি হাসিনার আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে, জনগণ তাদের ছাড় দেবে না। এই রাজাকার রাজাকার ব্যবসা কইরেন না, এই ব্যবসা লসের ব্যবসা!"— এভাবেই তীব্র ভাষায় প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তি ও 'মুক্তি দিবস' উপলক্ষে পিরোজপুরে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল গণমিছিল ও সমাবেশে তিনি এই হুঙ্কার দেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন থেকে মাসুদ সাঈদীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব ময়দানে এক জনসমাবেশে মিলিত হলে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, "যিনি বলতেন 'শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না', সেই খুনি শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জুলুম-নির্যাতনের কারণে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে।"

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "খুনি হাসিনার বিচার, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের সংস্কার করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জনগণের কাঙ্ক্ষিত ভোটের ব্যবস্থা করুন।"

জামায়াতের রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা স্পষ্টভাবে জানিয়ে সাঈদী বলেন, "দেশের মানুষ ৫৩ বছরে অনেক নেতা-নেত্রী দেখেছে, এবার তারা জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। জামায়াতের জনপ্রিয়তা দেখে এখন আওয়ামী লীগের মতো কেউ কেউ 'রাজাকার রাজাকার' খেলা শুরু করেছে। গত ১৫ বছর এই রাজাকার ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ পুঁজি হারিয়ে এখন ভারতে নির্বাসিত। যারা নতুন করে এই ব্যবসা শুরু করছেন, তাদেরও আম-ছালা দুটোই যাওয়ার সম্ভাবনা আছে।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসাহাক আলী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই সমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে জামায়াতে ইসলামীর ব্যাপক রাজনৈতিক শক্তির মহড়া দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow