বাংলার মাটিতে স্বৈরাচারের ঠাঁই নেই - বিএনপি

"বাংলার মাটিতে স্বৈরাচারীদের আর কোনো ঠাঁই নেই, আর কখনো তাদের ফিরে আসতে দেওয়া হবে না"— এই বজ্রশপথে কুষ্টিয়ার খোকসার রাজপথ কাঁপিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। ঐতিহাসিক ৫ আগস্ট স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু।
মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত এই আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনেও গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু তাদের বক্তব্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, "বাংলার মাটিতে স্বৈরাচারীদের আর কোনো ঠাঁই নেই এবং বাংলার মাটিতে আর কখনো স্বৈরাচারদের ফিরে আসতে দেওয়া হবে না।" তাদের এই ঘোষণায় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে সমর্থন জানান। এই আনন্দ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে খোকসায় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উদ্দীপনা প্রদর্শন করে।
What's Your Reaction?






