ভাই উপজেলা বিএনপির কাণ্ডারি, ছাত্রহত্যা মামলায় গ্রেপ্তার ছোট ভাই আ.লীগ নেতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই ছাত্রহত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত শেখ আমজাদ হোসেন শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট ভাই। বিপরীত মেরুর দুই ভাইয়ের এই রাজনৈতিক পরিচয় ও চাঞ্চল্যকর মামলায় একজনের গ্রেপ্তার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর অভিজাত সোনারগাঁও হোটেল এলাকা থেকে শেখ আমজাদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
শেখ আমজাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও ছাত্রহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি। এর বাইরেও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি, আগুন সন্ত্রাস, গুপ্ত মিছিল এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, রাজনৈতিকভাবে বিপরীত মেরুতে অবস্থান করলেও প্রভাবশালী বিএনপি নেতা ভাইয়ের ছত্রছায়ায় থেকেই শেখ আমজাদ এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন। তার রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি বলে মনে করেন অনেকে।
এই গ্রেপ্তারের খবরে সিরাজদিখান এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।
What's Your Reaction?






