কুষ্টিয়ার খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Aug 5, 2025 - 14:13
 0  3
কুষ্টিয়ার খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও দেশের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এবং খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সেই চেতনাকে ধারণ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow