রোয়াংছড়ির রাজপথ কাঁপিয়ে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 5, 2025 - 14:24
 0  1
রোয়াংছড়ির রাজপথ কাঁপিয়ে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

'আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়'—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়।

এদিন সকাল থেকে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি রোয়াংছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র‍্যালিটি বাজারের মাল্টিপারপাস ভবন প্রাঙ্গণে এসে একটি পথসভায় মিলিত হয়।

জেলা কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে জনগণের বিজয় আখ্যা দিয়ে বলেন, "ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।"

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, জেলা কমিটির সদস্য চনুমং মারমা, ঘেরাউ মৌজার হেডম্যান ও জেলা বিএনপি নেতা শৈসাঅং মারমা, মুসা সওদাগর এবং অ্যাডভোকেট উম্যাসিং মারমা।

বক্তারা বলেন, ৫ আগস্ট দেশের ইতিহাসে একটি মাইলফলক। এই দিনে ছাত্র-জনতার সম্মিলিত শক্তির কাছে স্বৈরাচারের পতন ঘটেছিল। তারা এই বিজয়কে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখার শপথ গ্রহণ করেন।

পথসভায় রোয়াংছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow