রুমায় বিএনপির দুই গ্রুপে অস্থিরতা: ঐক্য গড়তে মাঠপর্যায়ে তৎপরতা

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Nov 16, 2025 - 22:03
 0  49
রুমায় বিএনপির দুই গ্রুপে অস্থিরতা: ঐক্য গড়তে মাঠপর্যায়ে তৎপরতা

বান্দরবানের রুমা উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি এখনো কাটেনি। মাম্যাচিং–জাবেদ রেজা গ্রুপ ও সাচিংপ্রু জেরীর অনুসারী গ্রুপ—এই দুই পক্ষের বিরোধের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচিও দুই পক্ষ পৃথকভাবে পালন করছে।

দলীয় সূত্র জানায়, ২০১৭ সাল থেকেই রুমা উপজেলায় বিএনপির গ্রুপিং স্পষ্ট। দীর্ঘ ১৬–১৭ বছর কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়েও এসব বিভক্তির কারণে কেন্দ্রীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ওঠেনি।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রুমার বিএনপি নতুন করে সক্রিয় হলেও গ্রুপভিত্তিক কর্মসূচি চলতেই থাকে। সদস্য সংগ্রহ, নবায়ন ও সাংগঠনিক কার্যক্রমেও দুই পক্ষ পৃথকভাবে সক্রিয় আছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় বা জেলা বিএনপির ঘোষিত কোনো কর্মসূচিতে দুই গ্রুপকে একসঙ্গে দেখা যায়নি।

গত ৩ নভেম্বর বান্দরবান-৩০০ আসনে সাচিংপ্রু জেরীকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। এরপর জেলা বিএনপির পক্ষ থেকে দুই গ্রুপকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মৌখিক নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে সমন্বয় ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

পর্যবেক্ষকেরা আশঙ্কা করছেন, এভাবে বিভক্ত অবস্থায় থাকলে যে কোনো কেন্দ্রীয় কর্মসূচি কিংবা নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটতে পারে। এমনকি তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলেও মনে করছেন তারা।

বিএনপির রুমা উপজেলার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিংসমলিয়ান বম জানান, “আমরা ধানের শীষ প্রতীকেই কাজ করব। কিন্তু সাচিংপ্রু জেরীর অনুসারীরা কৌশলে আমাদের নেতাকর্মীদের এড়িয়ে চলছে।”

তিনি আরও জানান, দলীয় হাই কমান্ডের নির্দেশনার অপেক্ষায় আছেন তারা।

বিএনপির রুমা উপজেলার সাবেক সহসভাপতি মোহাম্মদ ইদ্রিছ মিয়া এবং সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা বলেন, “ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। তবে দুই গ্রুপের মধ্যকার দূরত্ব কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

সাচিংপ্রু জেরীর অনুসারী এবং রুমা বিএনপির বর্তমান কার্যক্রমের নেতৃত্বে থাকা থুইসাঅং মার্মা বলেন, “রুমা বিএনপিতে গ্রুপিং থাকবে না। আলীকদমের গণসংযোগ শেষে দুই পক্ষ একসঙ্গে বসে ভুল বোঝাবুঝি নিরসনের চেষ্টা করবে।”

তবে দিন-তারিখ এখনো নির্ধারণ হয়নি।

বিএনপির রুমা সদর ইউনিয়নের সাবেক সভাপতি ক্যউসিং মার্মা বলেন, “প্রার্থী ঘোষণার পর গ্রুপের দূরত্ব আরও বেড়েছে। এভাবে চললে কেন্দ্রীয় কর্মসূচি ও নির্বাচনী কাজে সমস্যা হবে। জেলা বিএনপি দ্রুত হস্তক্ষেপ করুক।”

উপজেলার বিএনপির সহসভাপতি উচহ্লা মার্মা বলেন, “ভুল বোঝাবুঝি করে বসে থাকার সময় নেই। আলোচনা করে একসঙ্গে কাজ করার কথা আমরা বহুবার নেতাকর্মীদের বলেছি।”

বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি বলেন, “কেন্দ্রীয় বিএনপি সব বিবেচনায় সাচিংপ্রু জেরীকে প্রার্থী ঘোষণা করেছে। মাঠে কোনো মতবিরোধ চলতে পারে না। যারা বিভাজন তৈরি করবে, তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যকারী হিসেবে চিহ্নিত হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow