নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর
নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসার অভিযোগে রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁর মৃত্যু হয়। পরে রোববার (১৬ নভেম্বর) দুপুরে নিহতের মেঝো ছেলে মো. রাজন হোসেন অভিযোগ তুলে বিষয়টি জানান।
মৃত রাবেয়া বেগম লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী।
রাজন হোসেন জানান, দুই মাস আগে বাড়ির উঠানে পড়ে বাম হাতের কব্জির ওপরে ভেঙে যায় তাঁর মায়ের হাত। স্থানীয় এক চিকিৎসক প্লাস্টার করলেও দুই মাস পর এক্সরে করে দেখা যায় হাড় পুরোপুরি জোড়া লাগেনি। পরে মাইজদীর প্রাইম হসপিটালের চিকিৎসক ডা. ফরিদুল ইসলামের সঙ্গে অস্ত্রোপচারের মাধ্যমে পাত বসানোর জন্য ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। শনিবার সন্ধ্যায় রাবেয়াকে হাসপাতালে নেওয়া হয় এবং রাত সাড়ে ১১টার দিকে অ্যানেস্থেসিয়ান গোলাম হায়দার তাঁকে অজ্ঞান করান। এরপর আর তাঁর জ্ঞান ফেরেনি।
রাজনের অভিযোগ, অজ্ঞান করার প্রায় এক ঘণ্টা পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর নানা তালবাহানার পর রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে বলা হয় তাঁর মা মারা গেছেন। কিন্তু অজ্ঞান করার অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছিল বলে দাবি করেন তিনি। রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অপারেশন, আইসিইউ ও অ্যাম্বুলেন্সের কোনো খরচ লাগবে না—মরদেহ নিয়ে যেতে বলা হয় তাঁদের।
তিনি আরও বলেন, হাসপাতাল কখনো বলছে রাবেয়ার উচ্চ রক্তচাপ ছিল, আবার কখনো বলছে নিম্ন রক্তচাপের কারণেই এমনটা হয়েছে। দুপুর সোয়া ১টার দিকে তাঁর বড় ভাই ও চাচা হাসপাতালে গিয়ে মরদেহ নিয়ে আসেন। তবে কী ধরনের সমঝোতা হয়েছে, তা তিনি জানেন না।
এ বিষয়ে যোগাযোগ করলে প্রাইম হসপিটালের সিনিয়র এজিএম শিপন শাহ ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। স্বজনদেরও জানানো হয়েছে—আপনারা প্রয়োজন মনে করলে মামলা করতে পারেন।’
নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ