নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা গত শনিবার পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
প্রথম অভিযানে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুলপুর গ্রামে রাত ৯টার দিকে জনৈক এমদাদের বাড়ির সামনে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয় এবং মাদক কারবারি সুজন (৪০)কে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানে রাত ১০টায় নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে ১৫ পিচ ইয়াবা উদ্ধারসহ ফয়সাল (২৭) এবং তার সহযোগী তারিকুল (৩৬)-কে গ্রেফতার করা হয়।
তৃতীয় ও শেষ অভিযানে রাত ১০:৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস স্ট্যান্ডের পাশে হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আবু সাইদ (৩১), সোহেল (৩২), প্রকাশ রাজ বংশী (৩২), জাকির (৩২) ও রিপন (৩২) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আগামী দিনগুলোতে নওগাঁ জেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ