বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টা ১৫ মিনিটে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. আনিসুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডা. সৈয়দ আসিফ উল আলম, যুগ্ম আহ্বায়ক ডা. সৈয়দ ওবায়দুর রহমান, ডা. ফজলুল হক শোভন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. সানিয়াত জাহান উদয় এবং ডা. মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব-এর সদস্য সচিব ডা. মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. কামাল উদ্দিন আহমেদ, ডা. হারুনুর রশিদ মতিন, ডা. নাজিবুল হাসান তালুকদার, ডা. ফজলুর রহমান, ডা. বদরুদ্দজামান সম্রাট, ডা. ওমর আলী, মইনুদ্দিন সেতু, সহকারী রেজিস্ট্রার ও রেজিস্টারবৃন্দ।
মেডিকেল টেকনোলজিস্টদের পক্ষ থেকে নুরুল আমিন, কর্মচারীদের পক্ষ থেকে জাহাঙ্গীর হোসেন এবং গোলাম মোস্তফা বক্তব্য প্রদান করেন। এছাড়া বিভিন্ন স্তরের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন প্রফেসর ডা. আনিসুর রহমান হাওলাদার।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ