নগরকান্দার ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে তারা উল্লেখ করে, শিক্ষক হাবিবুর রহমান বিভিন্ন সময়ে পরীক্ষার ফিসহ অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে নির্ধারিত রশিদের চেয়ে বেশি টাকা নিতেন। প্রাথমিকভাবে এরকম ২২টি রশিদে গরমিল পাওয়া গেছে, যেখানে অতিরিক্ত আদায় করা অর্থ বিদ্যালয়ের তহবিলে জমা করা হয়নি। এছাড়া, ভর্তির সময় টাকা নিলেও অনেক শিক্ষার্থীকে কোনো রশিদ দেননি বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করাসহ আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মোঃ হাবিবুর রহমান গণমাধ্যমের কাছে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান (মিলু) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিক্ষার্থীদের কাছ থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী বলেন, "অভিযোগটি আমরা পেয়েছি। অভিযুক্ত শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে, যার মধ্যে চার দিন ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরে আসে।
What's Your Reaction?






