সেফ হোমে অবস্থানরত প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের মাঝে জন্মসনদ বিতরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 22, 2025 - 22:02
 0  2
সেফ হোমে অবস্থানরত প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের মাঝে জন্মসনদ বিতরণ

সামাজিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের নাগরিক অধিকার নিশ্চিতকরণে জন্মসনদ বিতরণ করেছে ফরিদপুর সেফ হোম। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টায় জেলা সমাজসেবা অধিদপ্তরের দরবার হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন সেফ হোম ফরিদপুর, সহযোগিতায় ছিল ফরিদপুর পৌরসভা এবং উদ্যোগ নেয় জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। তিনি বলেন, “সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য টেকসই সহযোগিতা নিশ্চিত করতে পৌরসভা বিভিন্ন উদ্যোগ নেবে।” সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেফ হোমের তত্ত্বাবধায়ক তাহসিনা জামান ও পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ মামুন হোসেন। এছাড়া অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের মাধ্যমে সামাজিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের নাগরিক পরিচয় নিশ্চিত করে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো বলে অভিমত দেন আয়োজকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow