লামায় আবুল টোব্যাকোর অফিসে ডাকাতি: প্রধান আসামী করিম আটক

লামায় আবুল টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিসে সংঘটিত ডাকাতির ঘটনায় প্রধান আসামী করিম ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। এরপর দুপুর ১টার দিকে পুলিশ তাকে সঙ্গে নিয়ে লুন্ঠিত টাকা ও অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে।
প্রথমে করিমকে নিয়ে পুলিশ তার নিজ বাড়িতে যায় এবং প্রায় দুই ঘণ্টা মাটি খুঁড়েও কোনো আলামত পায়নি। পরে বিকেল ৩টার দিকে পুলিশ তাকে নিয়ে যায় পার্শ্ববর্তী সাবেকবিলছড়ি সিলটিপাড়ায়। সেখানে বিভ্রান্তিমূলক আচরণের পর পুলিশের কৌশল বদলের পর করিমের বাবার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচ থেকে উদ্ধার হয় লুন্ঠিত ৭০ হাজার টাকা, তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি কার্তুজ ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল করিম। অভিযানে আরও অংশ নেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ কামরুল আজম, মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইনস্পেক্টর এনামুল হক, এসআই নরুজ্জামাসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলায় এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে প্রধান আসামী করিম, তার বাবা ওয়াছের আলী, মা আনোয়ারা বেগম ও স্ত্রী শাকিলা বেগম। মামলার পর থেকে পুলিশের ৬ দফা অভিযানে মোট ৫২ লাখ ৪০ হাজার ২০০ টাকা, অস্ত্র ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সাংবাদিকদের জানান, বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ ও লামা থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযান অত্যন্ত সফল। জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউচার অভিযানের সার্বিক দিকনির্দেশনা ও মনিটরিং করছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “এই অভিযান চলমান রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না।”
What's Your Reaction?






