আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাই রেলওয়ে প্লাটফর্ম সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বোতলজাত পেট্রোল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা মো. মোস্তফা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর তার দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোলাম হোসেনের ভাঙারির দোকান ও মামুনের কাঁচামালের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে উঠলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের দুটি ও রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় যুবক রিংকু খান, আরিফ শেখ, জাকারিয়া হোসেন জয়, শান্ত হোসেন, জনি শেখ ও শাহাবুর হোসেনসহ অনেকে স্বেচ্ছায় আগুন নেভানোর কাজে অংশ নেন।
আত্রাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে পেট্রোল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আল সিদ্দিক, সেনা অফিসার লে. তানভীর, নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ