নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে ১-২ টাকা চালের দাম বৃদ্ধি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jan 15, 2026 - 20:43
Jan 15, 2026 - 23:03
 0  4
নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে ১-২ টাকা চালের দাম বৃদ্ধি

নওগাঁয় সিন্ডিকেটের থাবা থেকে বের হচ্ছে না চালের বাজার। ভরা মৌসুমে ও বাড়লো চালের বাজার। দেশের অন্যতম ধান-চাল উৎপাদনকারী জেলা নওগাঁয় মাসখানেক আগেই শেষ হয়েছে আমন ধান কাটা-মাড়াই।

‎সেই হিসেবে এখন চালের দাম কমার কথা হলেও গত দুই সপ্তাহে ব্যবধানে পাইকারি বাজারে সরু চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারিতে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। খুচরা বাজারে তিন থেকে চার টাকা দাম বেড়েছে।

‎এদিকে ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন।

‎খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহ ধরেই পাইকারি বাজার থেকে বেশি দামে চাল কিনছেন তারা। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। আর চালকল মালিকদের দাবি, মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমেছে ধানের। ফলে দাম বেড়েছে। তবে মোটা চালের দাম বাড়েনি।

‎পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সরু চাল হিসেবে পরিচিত জিরাশাইল ও কাটারি জাতের চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে মানভেদে জিরাশাইল চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৭২ টাকা এবং কাটারি চাল ৭২ থেকে ৭৪ টাকায়।

‎অন্যদিকে, খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহের ব্যবধানে জিরাশাইল মানভেদে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে ৭৪ থেকে ৭৬ টাকায় বিক্রি হচ্ছে। কাটারি জাতের চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। তবে মোটা জাতের চাল আগের দাম ৫০ থেকে ৫২ টাকাই বিক্রি হচ্ছে।

‎নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, বর্তমানে ইরি-বোরো ধানের চাষ শুরু হয়েছে। মৌসুম শেষ হওয়ায় বাজারে পুরাতন ধানের সরবরাহ কমেছে। তাই চালের দামও পাইকারি বাজারে ১ থেকে ২ টাকা বেড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow