মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরাঃ
Jan 15, 2026 - 20:16
 0  2
মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজার কাপড় ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে নহাটা বাজার বণিক সমিতির মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার নবগঙ্গা কমিউনিটি সেন্টারে ‘নহাটা বাজার বণিক সমিতির প্রয়োজনীয়তা’ শীর্ষক এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।

নহাটা বাজার কাপড় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. ওয়ালিয়ার রহমানের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নহাটা বাজার বণিক সমিতি ও কাপড় ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মহেব্বুল্লাহ), নহাটা বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেনসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ ও বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা।

মো.রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নহাটা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।


পরবর্তী পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, সেবামূলক কার্যক্রম জোরদার, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। 

বক্তারা বলেন,সমন্বিত উদ্যোগের মাধ্যমে নহাটা বাজারকে একটি আধুনিক,সুপরিকল্পিত ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে বাজারের উন্নয়নে সকল ব্যবসায়ীর ঐক্যবদ্ধ সহযোগিতার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow