শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষক শাহদাৎ হোসেন
শত শত শিক্ষার্থীর আবেগঘন কান্না ও ভালোবাসায় সিক্ত হলেন বান্দরবানের থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু শাহদাৎ হোসেন। দীর্ঘ ১৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের ভালোবাসায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনির হোসেন। এতে উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, থানচি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, মো. শাহদাৎ হোসেন ছিলেন শিক্ষার্থীবান্ধব, সদাচারী ও আন্তরিক শিক্ষক। বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষককে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও থানচি কলেজের অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থী।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ