ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নওগাঁ, নোয়াখালী, খাগড়াছড়ি ও ফরিদপুরে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সন্ধ্যা পর্যন্ত নওগাঁ, নোয়াখালী, খাগড়াছড়ি ও ফরিদপুরের বিভিন্ন আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।শে মোট ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, জেলায় মোট ৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬২ জন। এর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬ জন করে প্রার্থী রয়েছেন।
নোয়াখালীর বিভিন্ন আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ আসনে বরকত উল্ল্যা বুলু, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনে মাহবুবের রহমান শামীম।
তবে বেশ কয়েকটি আসনে বিএনপির শক্তিশালী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীও রয়েছেন। নোয়াখালী-৫ আসনে সাবেক মন্ত্রী মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ এবং নোয়াখালী-২ আসনে কাজী মোহাম্মদ মফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক এমপি মোহাম্মদ ফজলুল আজিম ও প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।
নওগাঁ-৬ আসনে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্রসহ ৫ প্রার্থীর জমা
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৪ জন দলীয় ও ১ জন স্বতন্ত্র প্রার্থী। জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
প্রার্থীরা হলেন—বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম রেজু, জামায়াতে ইসলামীর মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন
২৯৮ নং খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, ‘‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা রাখব।’’
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া, জামায়াত নেতৃত্বাধীন জোটের অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তফা আল ইহযায ও উশ্যেপ্রু মারমাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফরিদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর জমা
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. ফারুক ফকির সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকালে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনি তফসিল
সংশোধিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?
ডেস্ক রিপোর্টঃ