ফরিদপুর-২: শামা ওবায়েদসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডেস্ক রিপোর্টঃ
Dec 30, 2025 - 00:07
 0  8
ফরিদপুর-২: শামা ওবায়েদসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের সাতজন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে অন্যতম হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এছাড়া এই আসনে মনোনয়নপত্র দাখিলকারী অন্যান্য প্রার্থীরা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ্ মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ্ মো. আকরাম আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়নুল আবেদীন বকুল মিয়া, গণ অধিকার পরিষদের ফারুক ফকির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আকরামুজ্জামান এবং বাংলাদেশ কংগ্রেসের মো. নাজমুল হাসান।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। ৩৭৮ দশমিক ৪ বর্গকিলোমিটার আয়তনের এই নির্বাচনী এলাকায় মোট জনসংখ্যা ৪ লাখ ৯ হাজার ১৩৯ জন। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ৭২ হাজার ৯০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ১৩২ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow