‎সাংবাদিক আলমগীর কবিরকে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 30, 2025 - 00:12
 0  2
‎সাংবাদিক আলমগীর কবিরকে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

‎বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশে অবিচল থাকার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলমগীর কবিরকে সংবর্ধনা স্মারক প্রদান করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব।

‎সাংবাদিকতায় সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাব ও ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের পক্ষ থেকে তাকে সম্মাননাপত্র প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের সঞ্চালনায় সংবর্ধিত সাংবাদিক আলমগীর কবির অনুভূতি প্রকাশ করেন।

‎তিনি বলেন, সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়—এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। এই সম্মাননা আমাকে আরও সাহসী, আরও দায়িত্বশীলভাবে মানুষের কথা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক আলমগীর কবির একজন নিষ্ঠাবান, নির্ভীক ও জনবান্ধব সাংবাদিক। চাপ ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সত্য প্রকাশে তার অবস্থান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
‎এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ ইমরান হোসেন প্রিন্স এবং কাজী জসিম উদ্দিন কাকুল প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আলমগীর কবিরের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। একই সাথে  ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow