বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Dec 30, 2025 - 09:15
Dec 30, 2025 - 09:31
 0  7
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ সকাল সোয়া ৭টার দিকে দৈনিক খোলাচোখ-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে বিষয়টি জানিয়ে বলেন, ‘আম্মা আর নেই।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, খালেদা জিয়ার মৃত্যুর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালেই উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল। তবে বয়স ও দীর্ঘমেয়াদি নানা রোগের প্রভাবে শরীর ও মনে ধকল সহ্য করে তিনি ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাঁকে সর্বশেষ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি চিরবিদায় নিলেন।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশের রাজনীতিতে ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow