মায়ের মরদেহের পাশে কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

অনলাইন ডেস্কঃ
Dec 31, 2025 - 13:13
 0  1
মায়ের মরদেহের পাশে কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান
ছবি : সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত এই বাসায় বেগম জিয়ার মরদেহবাহী গাড়িটি পৌঁছায়।

ফিরোজায় মরদেহ পৌঁছানোর পর এক হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। মায়ের মরদেহবাহী গাড়ির পাশে একটি চেয়ারে বসে শোকার্ত ছেলে তারেক রহমানকে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া করতে দেখা গেছে। এই বাসভবনেই বেগম জিয়াকে শেষবারের মতো দেখছেন তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

পারিবারিক আবহে তারেক রহমানের সঙ্গে সেখানে উপস্থিত আছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা।

এছাড়া শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীনসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এর আগে, জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানে নিয়ে আসা হয়। এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যদের সমন্বয়ে গাড়িটির সামনে ও পেছনে গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। প্রিয় নেত্রীর মরদেহ পৌঁছানোর খবরে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow