ছয় দিনের নিঃশব্দ প্রতীক্ষা শেষে পদ্মা ফিরিয়ে দিল আরিচকে নিথর শরীরে

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 31, 2025 - 12:01
 0  5
ছয় দিনের নিঃশব্দ প্রতীক্ষা শেষে পদ্মা ফিরিয়ে দিল আরিচকে নিথর শরীরে

‎পদ্মা নদী কারও কাছে জীবিকার অবলম্বন, আবার কারও কাছে শেষ ঠিকানা। ছয় দিন ধরে নিখোঁজ থাকা জাহাজশ্রমিক আনিসুর রহমান আরিচের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ফরিদপুরের সিএমবি ঘাট এলাকায় পদ্মা নদীর বুকে ভেসে উঠেছে তার নিথর দেহ। এর মধ্য দিয়ে শেষ হয়েছে পরিবারের দীর্ঘ অপেক্ষা, শুরু হয়েছে আজীবনের শোক।

‎নিহত আনিসুর রহমান আরিচ (৪৫) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মজিবর শেখের জ্যেষ্ঠ পুত্র। জীবিকার তাগিদে তিনি নদীপথে চলাচলকারী একটি জাহাজে কর্মরত ছিলেন।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর সকালে চরভদ্রাসন উপজেলার টিলারচর এলাকায় একটি বালুবাহী জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন আরিচ। ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা নদীর পাড়ে পাড়ে ছুটে বেড়ান। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ উদ্ধার অভিযান চললেও প্রতিদিনই বাড়তে থাকে উৎকণ্ঠা।

‎দিন গড়িয়ে গেলেও নদী আরিচকে ফিরিয়ে দেয়নি। অবশেষে নিখোঁজের ছয় দিনের মাথায় মঙ্গলবার ভোরে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

‎একই দিন দুপুরের দিকে মরদেহ নিজ গ্রাম টিকরপাড়ায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। একনজর শেষবারের মতো প্রিয়জনকে দেখার জন্য ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনরা। কান্না ও আহাজারিতে শোকাচ্ছন্ন হয়ে ওঠে পুরো এলাকা।

‎বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নু বলেন,আরিচ শেখ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র মানুষ। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এমন অকাল মৃত্যু আমাদের সবাইকে মর্মাহত করেছে। মঙ্গলবার আসরের নামাজ শেষে ইউসুফের বাগ মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

‎দুই ছেলে ও এক মেয়ের জনক আরিচ শেখের মৃত্যুতে পরিবারটি পড়েছে চরম অনিশ্চয়তার মুখে। ছয় দিনের নিখোঁজ, ছয় দিনের প্রতীক্ষা শেষে আরিচ ফিরলেন ঠিকই—তবে জীবিত নয়। পদ্মা নদী আবারও সাক্ষী হলো এক শ্রমজীবী মানুষের অপূর্ণ ফেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow