ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 23, 2025 - 13:12
 0  4
ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারসহ অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতেই সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর।

পরে মানববন্ধনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অপরেশ রায় অপু। বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও আনিসুজ্জামান মোল্লা।

বক্তারা বলেন, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বঞ্চিত থাকবে—এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি শিশুরই শিক্ষার অধিকার রয়েছে। সেই অধিকার থেকে কোনো শিশুকে বঞ্চিত করা উচিত নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের দাবি, যেন দ্রুত এই বৈষম্যমূলক নীতিমালার সংশোধন আনা হয়।

কর্মসূচির শেষ পর্বে জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow