মাইলস্টোনে নিহত ও আহাতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে পিরোজপুর জেলা জামায়াত কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “আমীরে জামায়াত দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান এবং জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসা, রক্ত সরবরাহ ও উদ্ধার কাজে জামায়াত তৎপর ভূমিকা পালন করেছে।”
তিনি আরও বলেন, “একজন সাহসী শিক্ষিকা নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছেন—তিনি জাতির গৌরব। আমরা নিহতদের জান্নাতুল ফেরদৌস এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী, সেক্রেটারি আল আমিন শেখ, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
What's Your Reaction?






