ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা আহাদ মোল্লা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 23, 2025 - 13:02
 0  34
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা আহাদ মোল্লা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আহাদ মোল্লা (৪৫)–কে গোপন অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত আটটার দিকে পৌর এলাকার ডগ সাহেব বাজারের একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়। বুধবার (২৩ জুলাই) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আহাদ মোল্লা আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামের বাসিন্দা এবং মোকসেদ মোল্লার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি বিএনপি–সমর্থক দিনমজুর লাভলু সরদার আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার অন্যতম আসামি আহাদ মোল্লাকে এজাহার অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ জালাল আলম বলেন, “আহাদ মোল্লা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, মামলায় আলফাডাঙ্গার পাশাপাশি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের একাধিক নেতা–কর্মীর নামও রয়েছে। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন অথবা জামিনে মুক্ত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow