আলফাডাঙ্গায় ডেসওয়া ট্রাস্টের উপজেলা ও পৌর কমিটি অনুমোদন
প্রাক্তন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করা বাংলাদেশ সরকার নিবন্ধিত সংগঠন ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট-এর আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ডেসওয়া ট্রাস্ট (নিবন্ধন নং: IV-66) ২০০৯ সাল থেকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও দেশপ্রেমমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মোঃ আফাজুল হক (অবঃ), এ্যাডভোকেট এবং প্রধান নির্বাচন কমিশনার ও ভাইস চেয়ারম্যান অনারারি ক্যাপ্টেন জিল্লুর রহমান (অবঃ) স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটিগুলোর অনুমোদন প্রদান করা হয়।
তিন বছর মেয়াদে আলফাডাঙ্গা উপজেলা শাখা (কোড নং–০১০৯০৩)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাবুল ভুইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মানোয়ার মিয়া।কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আঃ রব শেখ। সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন মোঃ তারিকুল ইসলাম, সিকদার সাইফুর রহমান ও মোঃ জাকির হোসেন।এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিউল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামানসহ ১৫ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে আলফাডাঙ্গা পৌরসভা শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সাহের মোল্যা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোশারফ হোসেন।সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আবুল বাসার মিয়া। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুস সাত্তার সরদার, মোঃ তহিদুর রহমান ও বিসলে।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান সরদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মেজবাহুল আলম, ধর্ম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলমসহ ১৫ সদস্যের পূর্ণাঙ্গ পৌর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ডেসওয়া ট্রাস্টের নেতারা জানান, নবগঠিত উপজেলা ও পৌর কমিটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, মানবিক সহায়তা ও দেশপ্রেমমূলক কার্যক্রম আরও বেগবান করবে।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ