আলফাডাঙ্গায় ডেসওয়া ট্রাস্টের উপজেলা ও পৌর কমিটি অনুমোদন

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 30, 2025 - 12:22
 0  3
আলফাডাঙ্গায় ডেসওয়া ট্রাস্টের উপজেলা ও পৌর কমিটি অনুমোদন

‎প্রাক্তন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করা বাংলাদেশ সরকার নিবন্ধিত সংগঠন ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট-এর আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

‎ডেসওয়া ট্রাস্ট (নিবন্ধন নং: IV-66) ২০০৯ সাল থেকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও দেশপ্রেমমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মোঃ আফাজুল হক (অবঃ), এ্যাডভোকেট এবং প্রধান নির্বাচন কমিশনার ও ভাইস চেয়ারম্যান অনারারি ক্যাপ্টেন জিল্লুর রহমান (অবঃ) স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটিগুলোর অনুমোদন প্রদান করা হয়।

‎তিন বছর মেয়াদে আলফাডাঙ্গা উপজেলা শাখা (কোড নং–০১০৯০৩)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাবুল ভুইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মানোয়ার মিয়া।কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আঃ রব শেখ। সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন মোঃ তারিকুল ইসলাম, সিকদার সাইফুর রহমান ও মোঃ জাকির হোসেন।এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিউল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামানসহ ১৫ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

‎অপরদিকে আলফাডাঙ্গা পৌরসভা শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সাহের মোল্যা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোশারফ হোসেন।সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আবুল বাসার মিয়া। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুস সাত্তার সরদার, মোঃ তহিদুর রহমান ও বিসলে।
‎এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান সরদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মেজবাহুল আলম, ধর্ম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলমসহ ১৫ সদস্যের পূর্ণাঙ্গ পৌর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

‎ডেসওয়া ট্রাস্টের নেতারা জানান, নবগঠিত উপজেলা ও পৌর কমিটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, মানবিক সহায়তা ও দেশপ্রেমমূলক কার্যক্রম আরও বেগবান করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow