শৃঙ্খলা ও দেশপ্রেমে আলফাডাঙ্গায় ডেসওয়া নেতৃবৃন্দের প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাক্তন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করা সংগঠন ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট-এর নবগঠিত উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) “শৃঙ্খলা ও দেশপ্রেম” এই প্রতিপাদ্যকে ধারণ করে ডেসওয়া ট্রাস্টের আলফাডাঙ্গা উপজেলা শাখা (কোড নং–০১০৯০৩) এবং পৌর শাখার নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ডেসওয়া আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মোঃ বাবুল ভুইয়া ও সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার মিয়ার নেতৃত্বে এবং আলফাডাঙ্গা পৌর কমিটির সভাপতি মোঃ সাহের মোল্যা ও সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেনের নেতৃত্বে।
ডেসওয়া ট্রাস্ট বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন (নিবন্ধন নং: IV-66), যা ২০০৯ সাল থেকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মোঃ আফাজুল হক (অবঃ), এ্যাডভোকেট—চেয়ারম্যান, ডেসওয়া ট্রাস্টের স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর কমিটি অনুমোদন লাভ করে।
সৌজন্য সাক্ষাৎকালে ডেসওয়া নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কল্যাণ, সামাজিক নিরাপত্তা ও দেশপ্রেমমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ডেসওয়া ট্রাস্টের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ