আমরা ক্ষমতার জন্য নয়, মানবতার জন্য কাজ করি - মোঃ সাজ্জাদ হোসেন সুজন

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Jan 17, 2026 - 01:26
 0  2
আমরা ক্ষমতার জন্য নয়, মানবতার জন্য কাজ করি - মোঃ সাজ্জাদ হোসেন সুজন

‎ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন সুজনের ব্যক্তিগত অর্থায়নে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চরডাঙ্গা বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক এনা, উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল মান্নান শেখ, বিএনপি নেতা মোঃ ইয়াসিন মোল্লা, মোঃ কামরুজ্জামান খান, মোঃ বাবুল ফকির, মোঃ খালিদ হাসান, নজরুল ফকির, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ মশিউর রহমান, মোঃ নাজমুল শেখ, মোঃ হাদিয়ার রহমান, জয় মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎দোয়া ও মিলাদ মাহফিল শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

‎কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চরডাঙ্গা গ্রামের বৃদ্ধ রহিমা বেগম বলেন,
‎এই শীতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। কম্বল পেয়ে অনেক উপকার হলো। যারা দিলেন আল্লাহ তাদের ভালো রাখুক।

‎উপকারভোগী কৃষি শ্রমিক আব্দুস সালাম বলেন,আমাদের মতো গরিবদের কথা কেউ খুব একটা ভাবে না। আজ বিএনপির লোকজন এসে কম্বল দিয়েছে এটা আমাদের জন্য বড় সহায়তা।

‎স্থানীয় বিধবা নারী আসমা খাতুন বলেন,শীতে রাতে ঘুমানো কষ্ট হয়ে গিয়েছিল। এই কম্বল পেয়ে অনেক শান্তি লাগছে।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।

‎ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন সুজন তাঁর বক্তব্যে বলেন, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি। আমরা ক্ষমতার জন্য নয়, মানবতার জন্য কাজ করি। আজ যারা কম্বল পেয়েছেন, তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও টগরবন্দ ইউনিয়নের প্রতিটি অসহায় মানুষের পাশে আমরা থাকবো।

‎অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow