মাদককে না বলে মাগুরায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা জেলায় অনুষ্ঠিত হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। প্রায় ৩০০ প্রতিযোগীর উপস্থিতিতে পাঁচ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় আয়োজন করেছে ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরা জেলা স্টেডিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
জেলা স্টেডিয়াম চত্বর থেকে এই মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শহরের নতুন বাজার, চৌরঙ্গীর মোড়, ঢাকা রোড, ভাইনা মোড় হয়ে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়। এই দৌড় প্রতিযোগিতায় সকল বয়সের ৪ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাগুরার আয়োজনে প্রায় পাঁচ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হাসিবুল ইসলাম, প্রথম রানার্স আপ হয়েছে মো. ওসামা, দ্বিতীয় রানার্স আপ হয়েছে নিকুঞ্জ দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ,মাগুরা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান,মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবার সরকারি পরিচালক জাহিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোরসালিন আলী শুভ।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, মাগুরাতে এমন আয়োজন প্রথম, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে অনেক ভালো ভালো কাজ করছে মাগুরার যেটি প্রশংসনীয়। আজকের এই প্রতিযোগিতার একটি মেডেলের গুরুত্ব আসলেই অনেক। সমাজে এই ধরনের সচেতনামূলক কাজ এবং মাদকবিরোধী স্লোগান নিয়ে যে উদ্যোক্তা গ্রহণ করা আছে সত্যি প্রশংসনীয়।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ